ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে জাপা প্রার্থীর বাড়িতে পেট্রোল বোমা হামলা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৯, ১৪ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

রাজশাহী-৫ আসনের জাতীয় পার্টির মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবুল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা হামলা হয়েছে। 

পুলিশ জানায়, পুঠিয়া উপজেলার সাহাবাজপুর গ্রামে আবুল হোসেনর বাড়ি। রাত ১১টার দিকে মোটরসাইকেলে গিয়ে দুই যুবক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি বাড়ির গেটে পড়ে আগুন ধরে যায়। এ সময় বাড়ির লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। তবে এতে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।গেটে একটি মোটরসাইকেল রাখা ছিল। পরে পুলিশের কর্মকর্তা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। 

 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি