পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশিত : ১৫:১৬, ১৮ ডিসেম্বর ২০২৩
 
				
					নরসিংদীর তুলসীপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার তুরসীপুরে এই ঘটনা ঘটে। নিহত কাউসার মিয়া (২৫) একই এলাকার ইমান আলীর ছেলে এবং অটোরিকশা চালক ছিলেন।
পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের ন্যায় অটোরিক্সা নিয়ে সকাল পৌনে ৮টার দিকে বাড়ি থেকে বের হয় কাউছার। পথিমধ্যে কে বা কারা তাকে হত্যা করে অটোরিক্সা রেখেই পালিয়ে যায়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার কারণ সম্পর্কে এখনই বিস্তারিত বলা যাবে না। তদন্ত শেষে জানানো হবে, তবে যেহেতু অটোরিক্সাটি ছিনতাই হয়নি। তাই ধারণা করা হচ্ছে কোন পূর্ব শত্রুতার জের ধরেই তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন
 
				        
				    






























































