ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

যুবলীগ নেতা খায়রুল হত্যায় জামায়াতের ১৩ নেতাকর্মীর যাবজ্জীবন

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪২, ১৯ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

নাটোরের লালপুরের যুবলীগ নেতা খায়রুল ইসলাম হত্যা মামলায় জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে বিচারক মোহাঃ মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আসলাম সরকার জানান, ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর সাজার রায় হয়। এর জের ধরে নাটোরের লালপুর উপজেলার কদম চিলার গ্রামের ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুলের বাড়িতে হামলা চালায় জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় তারা খায়রুলকে গুলি ও কুপিয়ে হত্যা করে। 

এছাড়াও তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ও পেট্রোল ঢেলে নিহত ও তার চাচা আব্দুল জলিলের বাড়িতে আগুন দেয় এবং বাড়ির আসবাবপত্র ভাংচুর করে। এতে বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে আব্দুল জলিলের স্ত্রী মাজেদা বেগমকে কুপিয়ে জখম করে তারা।

তিনি বলেন, এ ঘটনায় ৬৭ জনের নাম উল্লেখ করে নিহতের ভাই শাহীনুর রহমান মামলা করেন। মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। 

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে হাজির ছিলেন না। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন পুকুরপাড়া চিলান গ্রামের করিম, মতি সরদার, মকলেছ সরদার, মহসিন, খলিল, রানা, আনিসুর, রাজ্জাক, জার্জিস, কালাম, মিজানুর রহমান, সানা ও কদিম চিলান গ্রামের আকুল কালাম আজাদ।

এরা সবাই জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত। এদের মধ্যে মহসিন নাটোর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং তার পিতা মকলেছ সরদার কদম চিলান ইউনিয়ন জামায়াতের বর্তমান আমীর। 

আসলাম সরকার বলেন, রায় ঘোষণার সময় নিহত খাইরুলের স্ত্রী লিপি খাতুন ও তার তিন সন্তান আদালতে উপস্থিত ছিলেন। ঘটনার সময় নিহত খাইরুলের স্ত্রী লিপি খাতুন তিন মাসের অন্তঃস্বত্তা ছিলেন। এছাড়া তার দুই সন্তান তখন স্কুলে পড়তো। 

বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাইরুলের স্ত্রীর নামে ১০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র খুলে দেন। এর মুনাফা দিয়ে তাদের সংসার চলে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি