ঢাকা, শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪

ডেকে নিয়ে রোহিঙ্গা যুবককে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৩, ২১ ডিসেম্বর ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মো: আবদুল্লাহ (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোররাতে উখিয়ার ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর অনুমানিক সাড়ে ৫টার দিকে উখিয়ার ১৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি /৭৮র মোহাম্মদ আমিনের পুত্র আব্দুল্লাহ (২৩) কে বাড়ি থেকে ডেকে নিয়ে ৫-৬ জনের একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী
ক্যাম্প ১৭ র’ সি /৭৮ ব্লকের বাজারের রাস্তার উপর গুলি করে হত্যা করে পালিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। 

উখিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো:শামীম হোসেন জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। প্রকৃত ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি