ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মানব পাচার, ধর্ষণ ও প্রতারণা মামলার আসামী নাটোরে গ্রেফতার 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৫, ২২ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

সরকারি কর্মচারীর পরিচয়ে মানব পাচার, ধর্ষণ ও প্রতারণার অভিযোগে রাজবাড়ির পাংশা থানায় মামলার আসামীকে নাটোরের লালপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গেলো বৃহস্পতিবার লালপুর উপজেলা সদরের হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামী আবুল কালাম আজাদ শাহারিয়ার নাফিজ ইমনকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, আসামী তার পরিচয় গোপন করে ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক তৈরী করে একাধিক বার ধর্ষণ ও পরবর্তীতে প্রতারণামূলক নাটক সাজিয়ে বিয়ে করে। এরপর ভিকটিমকে পতিতালয়ে নিয়ে যৌনকর্মী হিসেবে টাকার বিনিমেয়ে পাচারের চেষ্টা করে। ভিকটিমের মা বিষয়টি জানতে পেরে বাদী হয়ে রাজবাড়ী জেলার পাংশা থানায় ধর্ষণ, প্রতারণা এবং পাচার সংক্রান্তে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামী আত্বগোপনে চলে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার কাছে থেকে ৫টি সিম কার্ড সহ তিনিটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি