ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

এমপি নয়, ভাই হয়ে থাকতে চাই: মহিউদ্দিন মহারাজ

ভান্ডারিয়া সংবাদদাতা

প্রকাশিত : ১১:৪৬, ২৪ ডিসেম্বর ২০২৩

‘আমি এমপি হিসেবে নয়, ভালোবাসা নিয়ে ভাই হয়ে আপনাদের সুখে-দুঃখে থাকতে চাই’ পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ এসব কথা বলেছেন।

গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে হাজারো জনতার অংশগ্রহণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকী বাজার মাঠে ঈগল প্রতিকের নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমাকে নির্বাচিত করলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আপ্রাণ কাজ করে যাবো। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। যদি এমনটা না হয়, তাহলে আগামী ৫ বছর পর আপনাদের কাছে আসতে চাইলে আমাকে এলাকায় ঢুকতে দিয়েন না।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি