ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

পার্বত্যাঞ্চলের ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব (ভিডিও)

নজরুল ইসলাম টিটু, বান্দরবান থেকে

প্রকাশিত : ১২:৫৩, ২৫ ডিসেম্বর ২০২৩

পার্বত্য অঞ্চলের ঘরে ঘরে চলছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নবান্ন উৎসব। জুমের পাকা ধান ও নতুন ফসল ঘরে তোলার আনন্দে পাহাড়ের জুমিয়া পরিবারগুলো পালন করে এ উৎসব। ঐতিহ্যবাহী উৎসব ঘিরে পাহাড়ী পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। 

পার্বত্য জেলা বান্দরবানে চলছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। পাহাড়ে বসবাসকারী মার্মা, ত্রিপুরা, চাকমা, বম তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন সম্প্রদায় জুমের নতুন ফসল ঘরে তোলার পর এ উৎসব পালন করে থাকে। 

এর মাধ্যমে নিজেদের উৎপাদিত ফসল ও ফল-ফলাদি ঘরে তোলার পরে দেবদেবী ও ঈশ্বরকে উৎসর্গের মাধ্যমে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের বিতরণ করেন জুমিয়ারা। 

শুধু তাই নয়, নবান্ন উৎসবে জুমের ধান ও ফলফলাদি দিয়ে হরেক রকমের পিঠা পায়েশ তৈরি করে পাড়া প্রতিবেশী ও স্বজনদের আপ্যায়ন করেন তারা। নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী পাহাড়ের বিভিন্ন সম্প্রদায় আলাদা নামে পালন করে নবান্ন উৎসব। 

নতুন ফসল ঘরে তোলার পর নিজেদের ঐতিহ্যবাহী উৎসব পালন করতে পেরে খুশি তারা। 

এদিকে, পাহাড়ীদের ঐতিহ্য সংরক্ষণে সংস্কৃতি মন্ত্রণালয় নবান্ন উৎসব পালনের উদ্যোগ নিয়েছে বলে জানান কেএসআই কর্মকর্তা। 

 ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটের পরিচালক মংনুচিং বলেন, “অগ্রাহায়ণের সঙ্গে সঙ্গতি রেখে করে যাচ্ছি। এখানের যে ঐতিহ্য, সঙ্গীত নৃত্য সেগুলোকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।”

প্রতিবছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলে পাহাড়ের এই নবান্ন উৎসব।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি