ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

আচরণবিধি লঙ্ঘন: মাশরাফিসহ ৪ প্রার্থীকে জরিমানা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪২, ২৬ ডিসেম্বর ২০২৩

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা গুনতে হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাসহ চার প্রার্থীকে। 

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জরিমানা করেন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাশরাফির এক প্রতিনিধিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী পোস্টার রশি দিয়ে ঝোলানোর কথা থাকলেও প্রার্থীদের অনেক পোস্টার দেয়ালে ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে। এজন্য নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিসহ অন্য তিন প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে।

এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামানের প্রতিনিধিকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টের প্রার্থী লতিফুর রহমানের প্রতিনিধিকে তিন হাজার টাকা এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহবুবুর রহমানের প্রতিনিধিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

দ্বাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে প্রথমবারের মতো আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা গুনতে হলো চারপ্রার্থীকে।

এ আসনে মাশরাফি ছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন পাঁচজন। এর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া প্রতিদ্বন্দ্বিতায় আছেন জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রন্টের লতিফুর রহমান ও ইসলামী ঐক্যজোটের মাহবুবুর রহমান।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি