শার্শায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত : ১১:৪৩, ২ জানুয়ারি ২০২৪
 
				
					যশোরের শার্শা উপজেলায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।
শার্শা ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মজ্ঞু, বেনাপোল-পুটখালি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম।
এসময় উপজেলার মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ট ও গর্বিত সন্তান। দেশ স্বাধীনের সময় যেমন জীবনের বিনিময়ে ও জয়ের আশায় ঝাঁপিয়ে পড়েছিলেন তেমনি নৌকায় ভোট দিয়ে দেশ স্বাধীনে ভূমিকা রেখেছেন। সেই নৌকাকে জয়যুক্ত করতে ও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা চান তিনি।
এএইচ
আরও পড়ুন
 
				        
				    






























































