ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

নওগাঁয় টাকা দিয়ে ভোট কেনার সময় আটক ৩, কারাদণ্ড প্রদান

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৭, ৭ জানুয়ারি ২০২৪ | আপডেট: ০৯:৩৯, ৭ জানুয়ারি ২০২৪


নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে টাকা দিয়ে ভোট কেনার সময় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার সেলিমের তিন কর্মী ও সমর্থককে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাকরাইল নিমতলী মোড় নামক স্থান থেকে স্থানীয় জনগণ তাদের আটক করে। ঘটনাটি সংশ্লিষ্টদের জানালে সেখানে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকতা হাজির হন। এ সময় তাদের কাছে নগদ ১৫ হাজার টাকা পাওয়া যায়। 

এরপর ওই রাতেই মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন কারাদণ্ড প্রদান করেন। এসময় থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুব আলমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের মৃত মফিজ মন্ডলের ছেলে মো: ফুলবর (৫৩), ভগবানপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে বদলগাছী কৃষি অফিসের নাইট গার্ড মো: স্বাধীন হোসেন (৪৩) এবং একই ইউনিয়নের দিপগন্জ হলুদ বিহার এলাকার মৃত মকবুলের ছেলে মো: মন্জু (৫৪)। 

তারা সকলেই স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদারের সমর্থক বলে স্থানীয়রা জানান।

বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে বলেন, নির্বাচন উপলক্ষে ঘুষ গ্রহণের জন্য ওই তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এদিকে, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার গোলাম মওলা রাত ১১টার দিকে সংবাদ মাধ্যমে লিখিতভাবে জানান, রাত সাড়ে ৮টায় বদলগাছি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দীন তরফদার (ট্রাক মার্কা)র তিনজন কর্মীকে নগদ টাকা প্রদানের সময় স্থানীয় লোকজন আটক করে। তারা খবর দিলে এসি ল্যান্ড গিয়ে টাকাসহ তাদেরকে পায়। জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করে। পরে মোবাইল কোর্ট করে তাদেরকে নির্বাচনী  আচরণ বিধি ভঙ্গের দায়ে ১৫ দিন করে জেল দেয়া হয়েছে এবং জব্দকৃত ১৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি