ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেয়ায় ৬ জনকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৯, ৭ জানুয়ারি ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে জাল ভোট দেওয়ার সময় ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট প্রদানকালে কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেয়। পরে ভ্রাম্যমান আদালত আটককৃতদের সাজা দেয়।

এর মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন সদর উপজেলার চিলোকুট গ্রামের নুরুল ইসলামের মাসুম মিয়া (২৩), একই গ্রামের হাসান মিয়া (২০), শহরের মধ্যপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে অনন্ত।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো: আব্দুল্লাহ্ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ছয়জনকে আটক করা হয়। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড দিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি