ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে ফের বেড়েছে শীতের তীব্রতা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৩, ২৩ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ পর দুইদিন সূর্যের মুখ দেখা গেলেও আজ আবার ঘন কুয়াশা ঝরতে শুরু করায় শীতের তীব্রতা বেড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টায় ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নির্দেশনা না পাওয়ায় সকল স্কুল খোলা রেখেছে স্কুল কর্তৃপক্ষ। তাতে দুর্ভোগ বেড়েছে শিক্ষার্থীদের। 

হিমালয়ের পাদদেশ সংলগ্ন ঠাকুরগাঁও জেলায় দুদিন পর আজ আবার বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকে ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া, ঝিরঝির করে ঝরছে কুয়াশা। এতে দুর্ভোগে পড়েছেন এখানকার খেটে খাওয়া ও কর্মজীবী মানুষ। 

কাজে বের হতে পারছেননা অনেকেই। বিপাকে ছিন্নমূল ও দুঃস্থ্য মানুষজন। গরম কাপড়ের অভাবে খরকুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন অনেকেই। 

সেই সঙ্গে বাড়ছে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিময়াসহ শীতজনিত নানা রোগ। আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি