ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৬:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম

বরিশাল বিশ্ববিদ্যালয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবারের ন্যায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। বুধবার (১৪ ফেব্রুয়ারি)  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুজা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা অঞ্জলি দেন। 

পূজা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য (চলতি দায়িত্ব) ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

সভাপতিত্ব করেন সুজন চন্দ্র পাল আহ্বায়ক কেন্দ্রীয় মন্দির কমিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়।

প্রধান অতিথি অতিথি ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, সকল ধর্ম মঙ্গলের ও মানবতার। তিনি সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানান।

বিশেষ অতিথি জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, সবাইকে আলোকিত মানুষ হতে হবে সবার আগে। আলোকিত মানুষ সমাজ পরিবর্তন করতে পারে। ছাত্র-ছাত্রীদেরকে পড়াশোনায় মনোযোগী হওয়ার তাগিদ দেন।

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি