ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরাঞ্চল-ঢাকা যোগাযোগ বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১০:৩০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া এলাকায় কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ বৃহস্প‌তিবার (২৯ ফেব্রুয়া‌রি) সকাল ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে ক‌মিউটার ট্রেন‌টি ঘা‌রিন্দা স্টেশ‌ন থে‌কে ঢাকার উদ্দে‌শ্যে সকাল সাড়ে ৭টার পর ছেড়ে আসে।

ট্রেন বিকল হওয়ার ঘটনায় কয়েক‌টি স্টেশনের যাত্রীরা আটকা পড়েছে। 

ভুক্তভোগী যাত্রীরা জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশন থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন সকাল সাতটার দিকে ছেড়ে আসে। ট্রেনটি মির্জাপুর উপজেলার মহেড়া ট্রেন স্টেশনের কাছাকাছি এলে ট্রেন লাইনের উপর হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে যায়।

ফলে এই ট্রেন রুটের বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও পূর্বপ্রান্ত স্টেশন, মহেড়া, মির্জাপুর, কালিয়াকৈর, সফিপুর এবং গাজীপুর স্টেশনে উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেন আটকা পরেছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। 

মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া বলেন, সকাল ৭টা ১০ মিনিটে টাঙ্গাইল স্টেশন থেকে টাঙ্গাইল কমিউটার ট্রেন ছেড়ে আসে। ঘটনাস্থলে এলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। ঢাকা থেকে রিলিফ ট্রেনের ইঞ্জিন আসছে। তারপর ট্রেনটি সরানো হলে চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন বঙ্গবন্ধু পূর্ব রেল‌ স্টেশনের টি‌কেট মাস্টার রেজাউল ক‌রিম। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি