ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

স্মার্ট বাংলাদেশ গড়তে নানা পদক্ষেপ নেয়া হয়েছে: চীফ হুইপ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৫, ২ মার্চ ২০২৪

চীফ হুইপ নূর-ই-আলম লিটন চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

আজ শনিবার (২ মার্চ) মাদারীপুরের শিবচরে আল বাইতুল মামুর ফাজিল মাদ্রাসা এন্ড কলেজের চারতলা বিশিষ্ট নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

লিটন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন। তেমনিভাবে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক, স্মার্ট ছেলে-মেয়ে এবং স্মার্ট পড়াশুনা করতে হবে। স্মার্ট নাগরিক তৈরি করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা শিক্ষা প্রকৌশলী তানভীর হাসান, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান মোল্লা। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি