ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

গাজীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি, পুলিশের উপর হামলা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪২, ৪ মার্চ ২০২৪

গাজীপুরের শ্রীপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে গাছেরগুড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় টহলরত পুলিশ সদস্যের উপর হামলা চালিয়েছে ডাকাত দল। এ সময় ডাকাতদের দায়ের কোপে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। 

পুলিশের ধাওয়ায় চলন্ত গাড়ির নিচে চাপা পড়লে এক ডাকাত সদস্যকে গুরুতর আহত অবস্থায় আটক হয়েছে।

রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের হাসিখালি ব্রিজ এলাকায় ওই ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্যরা হলেন- শ্রীপুর থানায় কর্মরত দুই পুলিশ কনস্টেবল মো. রুহুল আমিন মাথায়  ও মো. সেলিম হাতে আঘাতপ্রাপ্ত হন।

আহত ডাকাত দলের সদস্য রুবেল মিয়া, সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ সানোয়ার জানান, গেল রাতে শ্রীপুর থানার একটি টহল পুলিশ দল মাওনা ইউনিয়নে টহল ডিউটিতে ছিল। এসময় তারা গোপন সংবাদে জানতে পারে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের হাসিখালি ব্রিজে গাছের গুড়ি ফেলে ডাকাতি করছে একদল ডাকাত। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে রাম দা দিয়ে এলোপাতাড়িভাবে কোপায়। 

এতে পুলিশ কনস্টেবল রুহুল আমিন ও সেলিম গুরুতর আহত হন। এরপর পুলিশের অন্যান্য সদস্যরা ধাওয়া দিলে ডাকাতরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে রুবেল নামে ডাকাত দলের এক সদস্য রাস্তায় পড়ে যায়। পরবর্তীতে তাকে আটক করা হয়।

খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই পুলিশ সদস্য উদ্ধার এবং আটক ডাকাতকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি