ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

বিয়ের দেড় মাসে আদালতে গেলেন নববধূ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৯, ৫ মার্চ ২০২৪

বিয়ের ৪২ দিন পর দুই লাখ টাকা যৌতুক চাওয়ার অভিযোগে স্বামী রাজিবুল ইসলামের নামে আদালতে মামলা করেছেন সাবিনা বেগম নামে এক নববধূ। 

বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ সোমবার আসামির বিরুদ্ধে সমনজারির আদেশ দিয়েছেন। 

রাজিবুল ইসলাম বাঘারপাড়া উপজেলার মহিরণ গ্রামের দক্ষিণপাড়ার কায়েম আলী মোল্যার ছেলে। সাবিনা বেগম সদর উপজেলার রূপদিয়া গ্রামের মৃত মতি শেখের মেয়ে। 

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২১ জানুয়ারি এক লাখ এক টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বিয়ের সময় একটি মাইক্রোবাস ক্রয়ের জন্য সাবিনার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন রাজিবুল। ওই সময় পৈতৃক জমি বিক্রি করে রাজিবুলকে তিন লাখ টাকা যৌতুক হিসেবে প্রদান করা হয়। 

যৌতুকের বাকি দুই লাখ টাকার জন্য বিয়ের কয়েকদিনের মধ্যে সাবিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন রাজিবুল। যৌতুকের টাকা না পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি সাবিনাকে মারপিটের পর একবস্ত্রে পিতার বাড়ি তাড়িয়ে দেন। 

২৮ ফেব্রুয়ারি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে রাজিবুলকে তার (সাবিনা) পিতার বাড়িতে ডেকে নেয়া হয়। এসময় যৌতুক ছাড়া সাবিনাকে নিয়ে আর সংসার করবেন না বলে চলে যান রাজিবুল। 

পরে পারিবারিকভাবে আলোচনা করে সোমবার আদালতে মামলা করেন নববধূ সাবিনা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি