ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:০২, ৬ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জে কম্বলে মোড়ানো হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় শান্তা ফিলিং স্টেশনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (ক) জহিরুল ইসলাম জানান, স্থানীয়রা কম্বলে মোড়ানো হাত-পা বাঁধা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের নাম ও পরিচয় শনাক্ত জন্য ঘটনাস্থলে পিবিআই ও সিআইডি কাজ করছে। 

ধারণা করা হচ্ছে, তরুণীকে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি এখানে ফেলে যায়। 

হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীর সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি