ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪

ভালুকায় ১২টি রাস্তা নির্মান  কাজের শুভ উদ্বোধন

ভালুকা প্রতিনিধি

প্রকাশিত : ২১:১২, ২৯ মার্চ ২০২৪

ময়মনসিংহের ভালুকায় একসাথে ১২টি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার ডাকাতিয়া ও মেদুয়ারি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৯ কিমি ১২টি রাস্তা এইচবিবি নির্মান কাজের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ ১১ ভালুকা আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ এমপি। এতে মোট ব্যায় হবে ১ কোটিরও অধিক টাকা যা সংসদ সদস্যের ফান্ড ও টি আর, কাবিখা, কাবিটার বরাদ্ধ থেকে ব্যায় করা হবে। 
শুক্রবার বিকেলে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম এ ওয়াহেদ এমপি বলেন, আপনারা ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচন করেছেন, আমি ক্ষমতা গ্রহনের ২ মাসের মধ্যেই অনেক গুলি রাস্তাঘাট, স্কুল কলেজ, ব্রিজ এর উন্নয়নে কাজ শুরু করেছি। আগামী ৫ বছরে ভালুকার একটি রাস্তাও কাচা থাকবেনা, স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও অবকাঠামোগত আমুল পরিবর্তন করতে চাই। তার জন্য আপনাদের সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি। আসুন সবাই মিলে একটি আধুনিক ভালুকা গড়ার কাজে আত্মনিয়োগ করি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল শাহ আশরাফুল হক জর্জ, ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ময়মনিসংহ জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মেদুয়ারি ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এজাদুল হক পারুল, আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান সানা, উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা সুলতানা মুন্নি, শিউলি আক্তার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আহসানুল হক রাফি প্রমুখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সামছুল হক মনি। এসময় উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ, সকল অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি