নরসিংদীতে নারীকে গলাকেটে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
প্রকাশিত : ১৫:২৯, ১ এপ্রিল ২০২৪
 
				
					নরসিংদীতে ষাটোর্ধ বয়সী এক নারীকে গলাকেটে হত্যার ঘটনায় অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম রিজুকে (২২) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (১ এপ্রিল) দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জেলা পুলিশ। এর আগে রোববার নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় ওই নারীর কাছ থেকে লুণ্ঠন করা কানের দূল, নাকের ফুলসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি উদ্ধার করা হয়।
নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, পুত্রের সঙ্গে হাজতে পরিচয়ের সূত্রে গত ২৬ মার্চ বিকালে ওই নারীর বাড়িতে যায় হত্যাকারী রিজু। একা পেয়ে ওই নারীর পড়নে গহনা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় আর্তচিৎকার করতে গেলে ষাটোর্ধ্ব ওই নারীকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রিজুকে।
রিজু সদর উপজেলার চিনিশপুর এলাকার মাইনউদ্দিন মিয়ার ছেলে। গত দেড় বছর আগে নিজ দাদীকে হত্যার পর সে জেলহাজতে বন্দি ছিল।
এএইচ
আরও পড়ুন
 
				        
				    






























































