ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪

ভালুকার ২ শতাধিক প্রতিবন্ধী পেলো ঈদ উপহার

ভালুকা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৯, ২ এপ্রিল ২০২৪

ময়মনসিংহের ভালুকার ভরাডোবা বাঘের বাজার এলাকায় উপজেলার অসহায় ও হতদরিদ্র দুই শতাধিক প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। 

মঙ্গলবার (২এপ্রিল) বিকেলে ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও মানবিক যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীবের ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও শতাধিক প্রতিবন্ধীদের মাঝে সেমাই চিনি চাল ডাল সহ প্রয়োজনীয় ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। 

এসময় শাহরিয়ার হক সজীব জানান, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধারাবাহিক ও মানবিক কর্মসূচির অংশ হিসেবে প্রতিবন্ধীদের মাঝে এই ঈদ উপহার বিতরন করছেন তিনি।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি