ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

বেনাপোলে ৮শ’ বোতল ফেনসিডিলসহ কারবারী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১২:২০, ৪ এপ্রিল ২০২৪

যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর সীমান্ত থেকে ৮০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ কেসমত আলী (৩৮) এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

বৃহস্পতিবার সকালে এক প্রেস নোটে এ তথ্য জানায় যশোর র‌্যাব-৬।

আটক কেসমত আলী বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের চান মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বেনাপোলের বাহাদুরপুর গ্রামের একটি বাঁশ বাগানে কতিপয় মাদককারবারি বিক্রির জন্য মজুদ করেছে ভারতীয় ফেনসিডিল। বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে কেসমত আলীকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে ওই বাঁশ বাগানের মধ্যে একটি শুকিয়ে যাওয়া ডোবার মধ্যে মাটি ও শুকনা পাতা চাপা দিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারবারি জানায়, সীমান্ত দিয়ে বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্পমূল্যে মাদকদ্রব্য ফেনসিডিল এনে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রি করে থাকে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামি কেসমত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি