ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

শিশুদের ঝগড়ার জেরে বড়দের মারামারি, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৯, ১৫ এপ্রিল ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করা নিয়ে দুই শিশুর মধ্যে ঝগড়ার জের ধরে বড়দের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

রোববার (১৪ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় পুকুরে মোল্লা বাড়ি ও বাবুর বাড়ির দুই গোষ্ঠীর দুই শিশু পুকুরে গোসল করতে যায়। পুকুরের ঘাটলায় দুই শিশুর মধ্যে ঝগড়া শুরু হয়। বিষয়টি জানতে পেরে দুই শিশুর পরিবারের সদস্যরা এসে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এরই জের ধরে দুই গোষ্ঠীর লোকজনরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু কিছুক্ষণ পর বিকালে আবারও দুই গোষ্ঠীর লোকজনরা সংঘর্ষে জড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আ.স. ম আতিকুর রহমান জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি