ঢাকা, শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪

এসএসসি পাস করেছে সেই সোহান

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৬, ১৩ মে ২০২৪

এসএসসি পরীক্ষা দেওয়ার পর ফলাফল দেখে যেতে পারলো না মেহেরপুর মুজিবনগর উপজেলার পুরন্দপুর গ্রামের সোহান (১৬)। 

পরীক্ষার ফল প্রকাশের মাত্র দুদিন আগে শুক্রবার (১০ মে) সকালে মোটরসাইকেল কিনে না দেওয়ায়  অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সে। 

সোহান মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। চলতি সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল। রোববার পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এতে সোহান ৩.৭২ পয়েন্ট পেয়ে পাস করে। 

পুরন্তপুর গ্রামের মফিজুর রহমানের ২ ছেলে ১ মেয়ের মধ্যে সোহান ছোট।

এসএসসি পরীক্ষার পর থেকেই সোহান তার পিতার কাছে একটি মোটরসাইকেলের বায়না ধরেছিল। গেল শুক্রবার সকালেও মোটরসাইকেল চাওয়ার পর তার কৃষক পিতা সামর্থ নেই বলে কিনে দিতে অপারগতা প্রকাশ করে। এতে সে নিজ ঘরে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। 

সোহানের মৃত্যুর মাত্র দুদিন পরে তার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়।

সোহানের কৃষক পিতা মফিজুর রহমান বলেন, সামর্থ থাকলে হয়তো মোটরসাইকেল কিনে দিতাম। তবে ছেলে এই অভিমানে আত্মহত্যার পথ বেছে নিল। এটা আমার জন্য আজ খুবই কষ্টের। একজন পিতার নিকট এর থেকে কষ্টের আর কিছু হতে পারে, আমার জানা নেই। ও বেঁচে থাকলে কলেজে ভর্তি হতো। লেখাপড়া করতো। আমাদের লেখাপড়া করতে না পারার দুঃখ ঘোচাতো। 

তিনি আরও বলেন, পরীক্ষার ফল প্রকাশ হবার পর ওর বন্ধুরা বাড়িতে আসছে। আমাদের পরিবারের লোকজনকে সান্ত্বনা দিচ্ছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি