ঢাকা, মঙ্গলবার   ১৮ জুন ২০২৪

চট্টগ্রামে চলছে ভারী বৃষ্টিপাত, দেয়াল ধসে যুবক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৭, ২৭ মে ২০২৪

ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পতেঙ্গা আবহাওয়া অফিস ১৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে। বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামে এক যুবক নিহত হয়েছে।

ভারী বৃষ্টিপাতে নগরীজুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি এবং জোয়ারের কারণে নগরীর নিম্নাঞ্চল কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর পানিতে তলিয়ে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সব এলাকায় বসবাসকারীসহ অফিসগামীরা।

এদিকে, চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল গেইট এলাকায় দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামে এক যুবক নিহত হয়েছে। সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘূর্ণিঝড়ের কারণে প্রায় ১৭ ঘন্টা বন্ধ থাকার পর ভোর থেকে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে  অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। উঠানামা করছে দেশি বিদেশী ফ্লাইট। তবে রোববার সন্ধ্যা থেকে বন্ধ রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম। 

সাগর উত্তাল থাকায় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। লাইটার জাহাজগুলোকে সরিয়ে নেয়া হয় নিরাপদ স্থানে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি