বরগুনায় ১৬ হাজার বসতঘর বিধ্বস্ত, দুটি মৃত হরিণ উদ্ধার
প্রকাশিত : ১০:২৯, ২৮ মে ২০২৪
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনায় তিন হাজার ৩০০টি বসত ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া ১৩ হাজার ঘর আশিংক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, পানির স্রোতে ভেসে এসেছে সুন্দরবনের দুটি মৃত হরিণ।
দুই দিন ধরে চলা ঘূর্ণিঝড়ে প্রায় ১২ কিলোমিটার বেরিবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিন্মাঞ্চল তলিয়ে তিন শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এই তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।
তিনি আরও জানিয়েছেন ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলমান রয়েছে, পরবর্তীতে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।
তবে এই মৌসুমে মাঠে ফসল না থাকায় কৃষিতে তেমন ক্ষতি হয়নি।
বিভিন্ন স্থানে গাছ উপড়ে গেছে ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলার অধিকাংশ এলাকা।
এদিকে, ঘূর্ণিঝড়ের পানি স্রোতে সুন্দরবনের দুটি হরিণ মৃত অবস্থায় বরগুনার চরদুয়ানি এলাকার তাফালবাড়ি নদীর চর থেকে উদ্ধার করে বন বিভাগ।
পরে হরিণ দুটি মাটি চাপা দিয়েছে বন বিভাগ।
এএইচ
আরও পড়ুন










