ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

হিলিতে কাঁচামরিচের দাম বেড়ে দ্বিগুন

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৫, ১৫ জুন ২০২৪

সরবরাহ কমের অজুহাতে দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় কাঁচামরিচের দাম বেড়ে দ্বিগুন হয়েছে। দুদিন পুর্বে প্রতি কেজি কাঁচামরিচ ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ঈদের আগে হঠাৎ করে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিন্মআয়ের মানুষজন।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতারা বলেন, তীব্র তাপদাহের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে করে পণ্যটির সরবরাহ কম থাকায় দাম বাড়তির দিকে ছিল। এমন অবস্থায় কাঁচামরিচ আমদানির অনুমতি দিলে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়। এতে করে বাজারে পণ্যটির সরবরাহ বাড়ায় কাঁচামরিচের দাম কমে স্থিতিশীল অবস্থায় ছিল। 

সর্বশেষ গত ১৩ জুন বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হয় এরপর ১৪ জুন থেকে ঈদ উপলক্ষ্যে টানা ৮ দিন আমদানি রফতানি বন্ধ রয়েছে। সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির কারণে দেশীয় কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। 

এতে করে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী। ঈদের পরে বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হলে দাম কমে আসবে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি