ঢাকা, শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪

যমুনায় বাড়ছে পানি, সিরাজগঞ্জে আতঙ্ক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৭, ২১ জুন ২০২৪

গত কয়েকদিন ধরে যমুনা নদীতে অব্যাহতভাবে পানি বৃদ্ধিতে সিরাজগঞ্জে মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। 

শুক্রবার সকাল পর্যন্ত নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ হার্ডপয়েন্টে ২০ সেন্টিমিটার বেড়ে ১১.৯৭ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। তা বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।

এদিকে, গত ৩ দিন ধরে আশঙ্কাজনক হারে পানি বৃদ্ধিতে জেলার নিম্নাঞ্চল কাজিপুর, সদর, বেলকুচি, এনায়েতপুর, চৌহালী ও শাহজাদপুরে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব এলাকার চরাঞ্চলের আবাদী জমিগুলো তলিয়ে গেছে। 

এনায়েতপুর ঘাটের নৌকা চালক মামুন হোসেন ও গোপিনাথপুরের তাঁত শ্রমিক আবু মুছা জানান, গত কয়েক দিনে নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে এমন পানি বৃদ্ধিতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। চরের অনেক জমি তলিয়ে গেছে। সামনে যে কি হয় বলা মুশকিল।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, সামনে আরও কয়েকদিন যমুনায় পানি বাড়বে। এতে বিপৎসীমা অতিক্রম করে ছোট থেকে মাঝারি বন্যা হতে পারে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি