ঢাকা, সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬

ভেসে আসা সিকিমের সাবেক শিক্ষামন্ত্রীর মরদেহ হস্তান্তর

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫, ১৭ জুলাই ২০২৪ | আপডেট: ১২:০৭, ১৭ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

ভারতের সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী আরসি পাউডেলের মরদেহ ময়না তদন্ত শেষে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার রাতে বুড়িমারী সীমান্ত দিয়ে তার মরদেহ হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার দুপুরে লালমনিরহাটের আদিতমারীর মহিষখোঁচার সলেডি স্পার বাঁধ এলাকার বালু চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে উজান থেকে তার মরদেহটি ভেসে এসেছে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, মরদেহের দুইহাত বাঁধা, এক হাতে ঘড়ি এবং মুখে দাড়ি ছিল। 

পরে বিভিন্ন সূত্রের মাধ্যমে পুলিশ তথ্য পায় মরদেহটি ভারতে সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী আরসি পাউডেলের।  গত তিনদিন ধরে  নিখোঁজ ছিলেন তিনি।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি