ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে পুলিশের গাড়িতে শিক্ষার্থীদের হামলা, আহত ৮

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ১৮ জুলাই ২০২৪

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় মহিলা কলেজের সামনে পুলিশের গাড়ির ওপর হামলা ও ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয়। এতে ৩ পুলিশসহ ৮ জন আহত হয়েছেন।

পুলিশের গাড়ি থেকে নেমে ড্রাইভার নিজের পান রক্ষা করেন। পরে পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে। এ ঘটনায় তিন পুলিশসহ আটজন আহত হন। আহতদের মধ্যে পাঁচজন আন্দোলনকারী শিক্ষার্থী।

বোয়ালিয়া থানার ওসি হুমায়ন কবীর জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজশাহীর নিউ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। লাঠিসোঁটা নিয়ে মিছিলে তারা অংশ নেয়। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা কলেজের সামনে পুলিশের গাড়িতে হামলা করে। তারা পুলিশকে লক্ষ করে ইটপাট্কেল ছুড়ে। 

পরে পুলিশ গিয়ে তাদের ধাওয়া দেয়। প্রায় ১০ মিনিট ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এসময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী সাহেববাজার জিরোপয়েন্টে কোটা সংস্কারের নামে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় ৮-১০টি হাত বোমার বিস্ফোরণ ঘটনো হয়। সংঘর্ষে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুম মনির সবুজসহ অন্তত পাঁচজন আহত হন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি