ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

প্রাইভেট কার থেকে এক বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার শিক্ষার্থীদের

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৮, ১১ আগস্ট ২০২৪

রাজশাহীতে প্রাইভেট কার থেকে এক বস্তা দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে নগরীর গোরহাঙ্গা এলাকার রেলগেটে কারটি থামিয়ে তল্লাশীর সময় গাড়ীর পেছন থেকে অস্ত্রগুলো উদ্ধার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

শনিবার রাত ৯টার দিকে নগরীর রেলগেটে এ ঘটনা ঘটে।

এসময় গাড়ী চালককে আটক করা হয়। আটককৃত গাড়ির ড্রাইভারের নাম হোসেন, সে নগরীর চন্ডীপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নগরীর রেলগেট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়ী তল্লাশী করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় একটি প্রাইভোট কার (ঢাকা মেট্রো-গ ১৭-১১১৪) থামিয়ে তল্লাশী করা হলে গাড়ীর পেছনে এক বস্তা দেশী অস্ত্র পাওয়া যায়। 

পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্রসহ বিজিবির কাছে সৌপর্দ করে। এ সময় সেখানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি