ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

র‌্যাবের লুট হওয়ার অস্ত্র উদ্ধার, হস্তান্তর করল সেনাবাহিনী

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৪, ১৯ আগস্ট ২০২৪

গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র‍্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়া বিভিন্ন মডেলের ৬০ আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গুলি র‍্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদীর সেনা ক্যাম্পে এই হস্তান্তরের আয়োজন করা হয়।

র‍্যাব-১০র এসএসপি এমজি সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলা বারুদ হস্তান্তর করেন নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ই বেঙ্গল) লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র‍্যাব-১০র কার্যালয় থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনীর ২৮ বেঙ্গল সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্রে মধ্যে নাইনমিমি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন কেটাঘরির চার হাজার রাউন্ড গুলি রয়েছে। আজ সেসব অস্ত্র র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন রকিব, তাহমিদসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি