ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

ভোলায় বেদে পরিবারে নৌবাহিনীর ত্রাণ সহায়তা

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৭, ৩১ আগস্ট ২০২৪

ভোলায় অসহায় দুস্থ বেদে পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে নৌবাহিনী। ত্রাণ পেয়ে হাসি ফুটেছে পরিবারগুলোর মাঝে।

শনিবার (৩১ আগষ্ট) দুপুরে হ্যালিপ্যাড সংলগ্ন মাঠ চত্বরে বসবাসকারী বেদে পরিবারকে এ ত্রাণ সহায়তা দেয়া হয়। 

নৌ বাহিনীর কন্টিজেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হেসেবে উপস্থিত থেকে বেদে পরিবারের হাতে এ ত্রাণ সহায়তা তুলে দেন। 

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ত্রাণ সহায়তার প্রতিটি প্যাকেটে ছিলো- চাল, চিরা, চিনি ও  বিশুদ্ধ পানি। 

গত কয়েকদিন ধরে টানা বর্ষণসহ প্রকৃতিক দুর্যোগে কর্মহীন হয়ে অনেকটা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন বেদে পরিবারগুলো। এতে তাদের পরিবারে নেমে আসে চরম সংকট। এমন অবস্থায় নৌ বাহিনীর ত্রাণ পেয়ে হাসি ফুটেছে পরিবারের মাঝে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি