ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

ফের বরিশাল ডাক বিভাগের কোয়ার্টারে মিললো গ্রেনেড

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০২, ১১ সেপ্টেম্বর ২০২৪

বরিশাল নগরীর ফরেস্ট বাড়ির পোলের ডাক বিভাগের কোয়ার্টার এরিয়ায় আবারও গ্রেনেডের সন্ধান মিলেছে। 

বুধবার সকালে এক পরিচ্ছন্ন কর্মী গ্রেনেট সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে ডাক বিভাগকে সংবাদ দেয়। 

তারা স্থানীয় থানা পুলিশ ও সেনাবাহিনীকে সংবাদ দিলে প্রথমে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখে। ঘটনাস্থলে পুলিশের বিশেষ শাখার সদস্যরা মাইন্ড ডিক্টেটর দিয়ে তল্লাশি চালালেও সেনাবাহিনীর বোম ডিসপোজাল  ইউনিট না আসা পর্যন্ত ওই স্থানে গ্রেনেডটি ছিল। 

সরকারি ওই কোয়ার্টারের দায়িত্বে থাকা ব্যক্তি জানান, গত ৫ তারিখের পরে এখন পর্যন্ত পৃথক দিনে দুটি গ্রেনেড পাওয়া গেলো। তবে কে বা কারা কখন রেখেছে তা বলা যাচ্ছে না। 

এ বিষয় বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারি কমিশনার বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। একই স্থানে পরপর দুবার গ্রেনেড পাওয়ার বিষয়টি আইনগতভাবে জোড়ালো তদন্তের বিষয় রয়েছে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে এটি উদ্ধার করার পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে বোঝা যাবে গ্রেনেড সাদৃশ্য বস্তুটির অবস্থা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি