ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরের কালীগঞ্জ টঙ্গী-ঘোড়াশাল সড়কের দেওপাড়া এলাকায় কাভার্ডভ্যান ও অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। 

শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জে গেল রাত ১১টার দিকে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক শিশুসহসহ ৫ যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি