ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, ২ আরোহী নিহত

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২০, ২৪ সেপ্টেম্বর ২০২৪

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও গুরুতর একজন আহত হয়েছেন। মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে মাগুরা ঝিনাইদহ মহাসড়কের কাশিনাথপুরে এই দুর্ঘটনা ঘটে। 

ঘটনাস্থলেই সনি বিশ্বাস নিহত হয়। গুরুতর আহত অবস্থায় মুহিদ ও বোরহানকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মুহিদ মারা যায়। 

আহত বোরহানের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিহত সানি বিশ্বাস গৌরিচরনপুর গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে এবং মুহিদ একই গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের ছেলে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

মোটরসাইকেল ও প্রাইভেটকারটি আটক করেছে পুলিশ। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি