ঢাকা, সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬

সাদপন্থী নেতা জিয়া বিন কাশেম গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ২৮ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি সাদ অনুসারী জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এন এম নাসির উদ্দিন।

তিনি জানান, টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা হত্যা মামলার ৬নং আসামি জিয়া বিন কাসেমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে দুই গ্রুপের দ্বন্দ্বে চার মুসল্লি নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় শুরায়ি নেজামের (জুবায়েরপন্থি) পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫নং আসামি মোয়াজ বিন নুরকে গ্রেপ্তার করে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি