একুশে টিভির রজতজয়ন্তী উপলক্ষে কালকিনিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
প্রকাশিত : ১৪:০৭, ১৫ এপ্রিল ২০২৫

নানা আয়োজনে একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তির দ্বিতীয় দিনে মাদারীপুরের কালকিনিতে রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে কালকিনি ইসলামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে কালকিনি ইসলামীয়া চক্ষু হাসপাতালে বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এতে প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। চক্ষু সেবা প্রদান করেন ডাঃ নাঈম আহম্মেদ।
এ বিষয়ে কালকিনি ইসলামীয়া চক্ষু হাসপাতালের পরিচালক মাওলানা এস.এম নেছারউদ্দিন জানান, কালকিনির জনগণের জন্য বিশেষ বিশেষ দিনগুলোতে কালকিনি ইসলামীয়া চক্ষু হাসপাতাল এরকম সেবা প্রদান করে থাকে। ভবিষ্যতেও এমন সেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এএইচ
আরও পড়ুন