ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬

পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩১, ৫ মে ২০২৫

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে বিক্রম মণ্ডল (২৩) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি মো. বজলার রহমান জানান, রোববার কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে বিক্রম মণ্ডলকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। 

তিনি আরও জানান, পুলিশ কনস্টেবল পদে মো. রাশেদুল ইসলাম নামের এক পরীক্ষার্থীর পরিবর্তে বিক্রম মণ্ডল নামের একজন ভুয়া পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রক্সি দিতে আসে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের সন্দেহ হলে তাকে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এর মেইন গেটে আটক করা হয়। 

পরে মোবাইল কোর্টে সোপর্দ করা হলে কুড়িগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কোন প্রকার অনিয়ম ও আর্থিক লেনদেন না করার জন্য চাকুরি প্রার্থীদের অনুরোধ জানান তিনি।

আটক যুবক বিক্রম মণ্ডল নওগাঁ জেলার বিশ্বনাথ মণ্ডলের পুত্র।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি