বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর ট্রলারের সংঘর্ষ, নিহত ২
প্রকাশিত : ১০:৪৯, ৩০ আগস্ট ২০২৫ | আপডেট: ১১:০৩, ৩০ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুশীলনরত বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম।
নিহতদের মরদেহ রাতে দহকুলা নদী থেকে উদ্ধার করা হয়েছে। তারা হলেন উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের সাহেব আলীর ছেলে রহিচ উদ্দিন (৪৩) এবং একই এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)।
এদিকে আহতদের উদ্ধার করে উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কা মুক্ত বলে চিকিৎসক জানিয়েছে। আহতদের নাম ঠিকানা এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানান, চাকসা দক্ষিণপাড়া মায়ের দোয়া নামে বাইচের নৌকাটি অনুশীলন শেষে ফেরার পথে দহকুলা ব্রীজের কাছে পৌঁছালে বরযাত্রীবাহী শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায়।
এ সময় বাইচের নৌকায় থাকা ২ জন নিহত এবং ১০ জন আহত হন।
পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এএইচ
আরও পড়ুন