ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

মোটরসাইকেলে এসে আশুলিয়ায় বাসে আগুন দিল ২ যুবক

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৪, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩৮, ১২ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে আজ ভোরের দিকে আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে কতিপয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ডিইপিজেডের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোঃ আব্দুল আলীম জানান, ভোর চারটা পঞ্চাশের দিকে ফোনে খবরটি পেয়েই একটি টিম ঘটনাস্থল নরসিংহপুরের সরকার মার্কেট এবং  নারী ও শিশু হাসপাতাল সংলগ্ন সড়ক এলাকায় যায়। এ সময় আলিফ পরিবহনের বাসটিতে আগুন জ্বলছিল। পরে তারা দশ মিনিটের মধ‍্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে এর আগেই বাসটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা জানা যায়নি বলেও জানান এই ফায়ার ফাইটার। 

প্রত‍্যক্ষদর্শী বাস চালক আব্দুস সাত্তার জানান, সে বাসের ভেতরে ঘুমিয়ে ছিল। হঠাৎ কথার আওয়াজ পেয়ে উঠে দেখে মোটরসাইকেলযোগে আসা দুই যুবক বাসের ভেতর কি যেন ফেলে আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে উঠার আগেই তারা পালিয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরলে সে দ্রুত বাসের জানালা দিয়ে নেমে যায়। এ সময় কিছুটা আহত হয় সে। 

পরে স্থানীয়রা ৯৯৯ ফোন দিলে ফায়ার সার্ভিসে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাভার-আশুলিয়া অঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, এটি দুষ্কৃতকারীদের কাজ। দ্রুতই তাদের আইনের আওতায় আনতে পুলিশী কাজ চলছে। এ ব‍্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি