ঢাকা, শুক্রবার   ২৮ নভেম্বর ২০২৫

গভীর রাতে ফেরিতে নৌপুলিশের অভিযান, ৩ জুয়ারু গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫২, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৩৩, ২৭ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিতে ছন্দবেশে অভিযান চালিয়ে পেশাদার সক্রিয় জুয়ারু চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে জুয়া খেলার তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

আটককৃত জুয়া চক্রের সদস্যরা হলো ১। মোঃ বাবু ফকির(৩২), ২। মোঃ হাসান মন্ডল(৫০) এবং ৩। তারা ফকির(৩০) এরা গোয়ালন্দ উপজেলার বাসিন্দা। 

জানা যায়,দীর্ঘদিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে চলাচলকারী ফেরিগুলোতে মধ্যরাতে নিয়মিত জুয়ার আসর বসিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। জুয়ার ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ানো যাত্রীরা ঝামেলা এড়াতে পুলিশ বা প্রশাসনের কাছে অভিযোগও করেন না।

জুয়ার আসরের এই চক্রের সদস্য সংখ্যা অন্তত ২০ জন। পাটুরিয়া ঘাট হতে দৌলতদিয়া ঘাট পর্যন্ত পৌঁছাতে যে সময়টুকু লাগে সে সময়ে চলে এই আসর।‘যা লাগাবেন, তার ডাবল’এই সাংকেতিক ভাষায় চক্রের সদস্যরা সাধারন যাত্রীদের জুয়ায় অংশগ্রহণের জন্য ডেকে থাকে।এই চক্রের সদস্যদের আটকের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। 

এই বিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, দীর্ঘদিন ধরে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে একটি চক্র জুয়ার ফাঁদে ফেলে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুটে নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌফাড়ির একটি চৌকস দল ছন্দবেশ ধারন করে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি