ঢাকা, বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড়ে হাড় কাঁপানো শীত, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৬, ১৮ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

পৌষের শুরুতেই পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। সপ্তাহজুড়ে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তাপমাত্রা ওঠানামা করছে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সন্ধ্যার পর শীতল বাতাস ও ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে জেলার হাজারো দুঃস্থ ও নিম্নআয়ের মানুষের। 

এরই মধ্য জেলা প্রশাসনের উদ্যোগে ৮ হাজার ৭শ’ কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন থেকে আরো জানায়, আরও ৬৫ হাজার কম্বলের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি