ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

শ্যালিকাকে হত্যার পর স্ত্রীকে কুপিয়ে জখম : যুবকের আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ২৮ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:৫২, ২৮ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বরিশাল নগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকায় শ্যালিকাকে গলা কেটে হত্যা অভিযোগ উঠেছে সজীব নামে এক যুবকের বিরুদ্ধে। এসময়  সে স্ত্রীকে কুপিয়ে জখম করে। পরে নিজে আত্মহত্যা করে।

শুক্রবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে (১৮) একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আত্মহত্যাকারী সজীবের (২২)বাড়ি বরিশালের উজিরপুর এলাকায়। বিয়ে করেছেন কাউনিয়ায়। নিহত শিশুর (শ্যালিকা) নাম সাদিয়া (৪)।

সুমাইয়ার বরাত থানা পুলিশ সূত্র জানায়, বিয়ের পর থেকেই সুমাইয়া তাঁর মায়ের বাড়িতে থাকতেন। সজীব তাঁকে বাড়িতে নিতে চাইলে, সুমাইয়ার দাবি শহরে বাড়ি ভাড়া নিতে হবে। এ নিয়ে দুজনের মধ্যে কলহ হয়।

বৃহস্পতিবার সজীব তাঁর শ্বশুরবাড়িতে গেলে সজীব ও সুমাইয়ার মধ্যে রাতে ঝগড়া হয়। একপর্যায়ে সজীব তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম করেন। চার বছরের শ্যালিকা সাদিয়াকে গলাকেটে হত্যা পর নিজে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি