ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৪, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও সিএনজির ৩ যাত্রী আহত হয়েছে। তাদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে শাহজাদপুর উপজেলার মশিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুলহক (৩৫) শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাচামারা গ্রামের রুনা আলীর ছেলে ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, বিকেলে ঢাকা থেকে একটি ট্রাক পাবনা যাচ্ছিলো। ট্রাকটি মশিপুর পৌঁছলে সিরাজগঞ্জগামী একটি সিএনজি অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটো রিকশার এক যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি