ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

চট্টগ্রামে রিজার্ভ ট্যাংকে মিললো মা-মেয়ের লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ১৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামের খুশলীতে এক বাড়ির রিজার্ভ ট্যাংক থেকে বৃদ্ধা মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ বোস্তামি জোন) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার দুপুরে খুশলী থানার আমাবাগান এলাকায় মেহের মঞ্জিল নামের এক ভবন থেকে লাশ দুটি উদ্ধার করা হয়ে।

হত্যাকাণ্ডের শিকার মেহেরুন্নেসা বেগম (৬৭) রূপালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার। ৯৪ বছর বয়সী মা মনোয়ারা বেগমকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত ওই বাড়িতে থাকতেন তিনি।

পুলিশ জানিয়েছে, চার তলা ভবনটির নিচতলায় মেহেরুন্নেসারা থাকতেন। ভবনের বাকি তিন তলার নির্মাণ কাজ শষে হয়নি। অবিবাহিত মেহেরুন্নেসার চার ভাই ও চার বোনের দেশে ও দেশের বাইরে থাকেন। মা-মেয়ে ছাড়া আর কেউ ওই বাসায় থাকতেন না।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি