ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

রাজবাড়ীতে গৃহবধূকে গলাকেটে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ১৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাজবাড়ী সদর উপজেলায় হাজেরা বেগম (৫০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন ছেলের বউ স্বপ্না বেগম (২৩)। রাজবাড়ী সদর থানার ডিউটি অফিসার এএসআই ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার ভোরে উপজেলার আলীপুরের বারোবাকপুরে গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত হাজেরা বেগম ওই ইউনিয়নের পশ্চিম বারোবাকপুরের তমিজউদ্দিন শেখের স্ত্রী বলে জানা গেছে।

নিহতের দেবর আব্দুল হাই জানান, বৃহস্পতিবার মধ্যরাতে কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা জানা যায়নি। পরে পুত্রবধূ স্বপ্নার চিৎকার শুনে তারা এসে দেখেন গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে আছেন হাজেরা বেগম। পরে তারা পুলিশকে খবর দেন। ওই ঘরে হজেরা বেগম, পুত্রবধূ স্বপ্না বেগম ও স্বপ্নার ৪ বছরের ছেলে থাকতো।

এ ঘটনায় আহত স্বপ্না বেগম জানান, তিনি ছেলে ও শাশুড়িসহ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘুম ভেঙে দেখেন তার শাশুড়ির গলাকাটা লাশ বিছানায় পড়ে আছে। তবে তার ছেলে অক্ষত অবস্থায় আছে বলে জানান স্বপ্না।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি