ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

শরীয়তপুরের নড়িয়া পদ্মার ভাঙনে বিপর্যস্ত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৪৮, ৯ সেপ্টেম্বর ২০১৮

প্রমত্তা পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুরের নড়িয়া। গত এক সপ্তাহে উপজেলার ২শ’ বছরের পুরনো মুলফৎগঞ্জ বাজারসহ আশপাশের এক হাজারেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান, কাচা-পাকা বসত ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন ঝুঁকিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি-বেসরকারি অফিস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

চোখের সামনে এভাবে পদ্মায় বিলীন হচ্ছে পাকা ভবন, বসতভিটে, ফসলি জমি ও গাছপালা।

এ দৃশ্য নড়িয়ার প্রাচীন মুলফতগঞ্জ বাজারের। সরকারি হিসেবে চলতি বছর উপজেলার প্রায় ৪ হাজার পরিবারের বাড়ি-ঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ঘরবাড়ি হারিয়ে অনেকেই মাথাগুঁজার ঠাঁই খুঁজতে দিশেহারা। আতঙ্কে দিন কাটছে পদ্মা তীরের বাসিন্দাদের।

ভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।

শুষ্ক মওসুমে কাজ শুরু হবে দাবি করে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, গত জানুয়ারিতে তীর রক্ষা বাঁধ নির্মাণে ১ হাজার ৯৭ কোটি টাকার বরাদ্দ একনেকে পাস হয়েছে।

শিগগিরই বেড়িবাঁধ নির্মাণসহ ভাঙন রোধে স্থায়ী উদ্যোগ নেয়া হবে, এমনটাই প্রত্যাশা করছে স্থানীয়রা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি