ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে দুর্গোৎসব (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ১৮ অক্টোবর ২০১৮

শারদীয় দুর্গোৎসবে মেতেছেন কক্সবাজার উখিয়ার কুতুপালংয়ে আশ্রয় নেয়া হিন্দু রোহিঙ্গারা। রাখাইনে সহিংস ঘটনায় গত বছর উৎসব উদযাপন করতে না পারলেও এবার তার ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্রাণের পাশাপাশি শুভেচ্ছা উপহার হিসাবে নতুন কাপড়সহ নানা সামগ্রীও পাঠিয়েছেন তিনি।

মিয়ানমারের রাখাইনে সহিংস ঘটনার পর মুসলমানদের সাথে বাংলাদেশে পালিয়ে আসে ১৬৫ পরিবারের ৫২৩ জন হিন্দু রোহিঙ্গা। এরমধ্যে ৬ পরিবারের ২৭ জন মিয়ানমারে ফিরে গেলেও ৪৯৬ জন হিন্দু রোহিঙ্গাকে বিশেষ নিরাপত্তায় রাখা হয়েছে কুতুপালং হিন্দু ক্যাম্পে।

এবার ক্যাম্পেই দুর্গাপূজার সুযোগ করে দিয়েছে সরকার। এতদিন রাখাইনে ছোট পরিসরে হিন্দু রোহিঙ্গারা দুর্গাপূজা উদযাপন করলেও এবার আশ্রিত অবস্থায়ও বৃহৎ পরিসরে দুর্গোৎসব পালনের সুযোগ পেয়ে খুশি তারা।

মণ্ডপ তৈরি ও প্রতিমা বিসর্জনসহ আনন্দের সাথে দুর্গোৎসব পালনে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান এই কর্মকর্তা।

দুর্গোৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু রোহিঙ্গাদের পাঠিয়েছেন শুভেচ্ছা উপহার। প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ ও পুজোর শুভেচ্ছা উপহার হিন্দু রোহিঙ্গাদের মাঝে বিতরণ করে দেন জেলা প্রশাসক।

দুর্গোৎসবে হিন্দু রোহিঙ্গা ক্যাম্পে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।

ক্যাম্পজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি