ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

সাভারে ১০০ টাকার জন্য খুন

প্রকাশিত : ২০:২১, ২৬ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২০:৩০, ২৬ জানুয়ারি ২০১৯

সাভারে ১০০ টাকার জন্য প্রতিপক্ষের ছুরিকাঘাতে জহিরুল ইসলাম নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় জহিরুলের কাছে পাওনা ১০০ টাকা দাবি করেন রেজাউল। ওই দিন রাতে বাকবিতনণ্ডার এক পর্যায়ে জহরুলকে ছুরিকাঘাত করে রেজাউল। ঘটনার পর থেকে পালাতক রয়েছে রেজাউল।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে মারা যায় জহিরুল। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত জহিরুল ইসলাম ধামরাইয়ের কেলিয়া প্রামের আবদুল মালেকের ছেলে। সে সাভারের আশুলিয়ায় দিনমজুরের কাজ করতো বলে জানা গেছে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি